২৩/০১/২০১৯, ওয়েবডেস্ক : আজ ২৩ শে জানুয়ারী তাঁর বাড়ির সামনে গেলে দেখতে পাওয়া যাবে নেতাজির ফুল মালা সজ্জিত ছবি। সাথে আলোকসজ্জা। শুধু নেতাজী নয় প্রতি বছর আরো ৫৩ জন মনীষীর জন্মজয়ন্তী পালন করেন উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের মিলন পাড়ার বাসিন্দা প্রবীর সেনগুপ্ত। “২০০৮ সালে যখন শুরু করি তখন একাই ছিলাম। এখন এগিয়ে এসেছেন সমমনস্ক কিছু মানুষ,” বললেন সুদর্শনপুর
বিবেকানন্দ গ্রন্থাগারের এই প্রাক্তন গ্রন্থাগারিক। তিনি তাঁর এই উদ্যোগের নাম দিয়েছেন “আমরা সকলে”। এমন একটা সময় যখন মানুষ মনীষীদের ত্যাগ, তিতিক্ষা, আত্মবলিদান বিস্মৃত হয়েছে, নতুন প্রজন্ম যখন ভুলে গিয়েছে দেশের বরেণ্য মানুষদের ঠসেই মুহুর্তে দাঁড়িয়ে প্রবীরবাবু ও “আমরা সকলে”-র উদ্যোগকে সাধুবাদ জানায় কুলিক ইনফোলাইন।