২৭শে জানুয়ারী, ২০১৯,ওয়েবডেস্ক:
“এই সময়ের” সাংবাদিক এবং চিটফান্ড মামলায় আটক সুমন চট্টোপাধ্যায় আইকোর চিট ফান্ড কেলেঙ্কারিতে বিপুল টাকা তছরুপের অভিযোগে বন্দি । ইতিমধ্যেই দু দফায় সিবিআই হেফাজতের পর তাঁকে ভুবনেশ্বর জেলে রাখা হয়েছে বলে জানা গেছে। তিনচারবার জামিনের আর্জিও নাকচ হয়েছে।
সূত্রের খবর, এবার তাঁকে আরো একটি চিট ফান্ড মামলায় যুক্ত করতে চলেছে সিবিআই।
কোর্টে তুলে “শোওন অ্যারেস্ট” পদ্ধতিতে আপাতত নতুন করে সিবিআই হেপাজতে নেওয়া হয়েছে তাঁকে। প্রসঙ্গত এর আগে রমেশ গান্ধী সারদা ও রোজভ্যালি মামলায় বন্দি হয়েছিলেন। এবারে সুমন। শোনা যাচ্ছে সিবিআই এর নজরে নাকি আরো একজন বিশিষ্ট সাংবাদিক রয়েছেন। এখন দেখার শেষ পর্যন্ত কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়।