3/1/2019, ওয়েবডেস্ক : প্রয়াত বিশিষ্ট কবি পিনাকী ঠাকুর। পনেরো দিন ধরে ভুগছিলেন ম্যালিগন্যান্ট ম্যালেরিয়ায় যুঝে আজ চলে গেলেন তিনি।। গত ২২ ডিসেম্বর প্রথমে ভর্তি করা হয় কল্যাণীর জহরলাল নেহেরু হাসপাতালে। তারপর ব্যারাকপুরের টেকনো গ্লোবাল হাসপাতালে। গতকাল সন্ধ্যায় পিজি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানেই আজ সকালে মৃত্যু হয় কবি পিনাকী ঠাকুরের(৫৯)। অকৃতদার কবি রেখে গেলেন তাঁর অশীতিপর মা, বোনেরা ও অসংখ্য গুণমুগ্ধ কবিতাপ্রেমীদের। তাঁর কাব্যগ্রন্থ ‘ চুম্বনের ক্ষত’ ২০১২ সালে তাঁকে আনন্দ পুরস্কার এনে দেয়। তাঁর অন্যান্য উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি হল “অঙ্কে যত শূন্য পেলে”, ” কলঙ্করচনা”, “আমরা রইলাম” ইত্যাদি।
Recent Comments
অভিমান
on