26/12/2018,স্বপন পাল: পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের নতুনহাটে মজলিস দিঘির পারে 25 বছরের এক যুবক জলে
স্নান করতে গিয়ে জলের মধ্যে তলিয়ে
গেলেন। এখনো পর্যন্ত মৃতদেহ উদ্ধার করা যায়নি জল থেকে। মৃত ব্যক্তির নাম জয়দেব মাঝি। নতুনহাট বাজারে এক সারের দোকানে কাজ করতেন তিনি।
উনার এক দেড় বছরের কন্যা সন্তান রয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার খবর পাওয়া মাত্রই মঙ্গলকোট ব্লক আধিকারিক মোস্তাক আহমেদ হাজির হোন। হাজির হন মঙ্গলকোট ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক প্রসেনজিৎ দত্ত ।এসে উপস্থিত হন মঙ্গলকোট গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শান্ত সরকার। ব্লক আধিকারিক মোস্তাক আহমেদ জানান, আমরা খবর পাবার মাত্রই খোঁজাখুঁজি শুরু করে দিই। এখনো পর্যন্ত মৃতদেহ উদ্ধার করা যায়নি আমি ডুবুরি আনার ব্যবস্থা করছি। পুকুরটা অনেকটাই গভীর থাকার জন্য খুঁজতে অসুবিধা হচ্ছে।