2/1/2019, ওয়েবডেস্ক : আজ বুধবার ব্যস্ত অফিসটাইমে আবার বিঘ্নিত হল মেট্রো পরিষেবা। আজ সকাল সোয়া ৯ টা নাগাদ দমদমে ডাউন লাইনে কবি সুভাষগামী মেট্রোর সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন অজ্ঞাতপরিচয় এক যুবক। নিউ গড়িয়াগামী ট্রেনটি স্টেশনে প্রবেশ করতেই ঝাঁপিয়ে পড়েন ওই যুবক। তাঁকে আর জি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।স্বাভাবিকভাবেই এর জেরে বন্ধ হয়ে যায় পরিষেবা। পুলিশ জানিয়েছে, যত দ্রুত সম্ভব ওই যুবককে তুলে আনার চেষ্টা করা হচ্ছে। আপাতত গিরীশ পার্ক থেকে কবি সুভাষ পর্যন্ত চলছে মেট্রো।
অপরদিকে কবি নজরুল স্টেশনে ট্রেন থামার পরও খোলে নি এসি কামরার দরজা। যার জেরে কামরায় আটকে পড়েন বহু যাত্রী। যাত্রীদের অভিযোগ, পুরো কামরাটিরই বিদ্যুৎ পরিষেবা বন্ধ হয়ে গিয়েছিল। যার ফলে দরজা খোলেনি। ফলে যাত্রীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। পরে চালকের দরজা দিয়ে, আটক যাত্রীদের বের করে আনা হয়। এ়ই দুই ঘটনায় বিপাকে পড়েন মেট্রোযাত্রীরা।