মার্চ ২২২০১৯, ওয়েবডেস্ক : এসএসসিতে প্যানেলভুক্ত হয়েও চাকরি না পাওয়া ছেলে মেয়েদের অনশন আজ ২৩ দিনে পড়ল। অনশনকারীদের সাথে সহমর্মিতা জ্ঞাপন করতে অনশনে বসলেন সমাজকর্মী, বুদ্ধিজীবী ও কবি মন্দাক্রান্তা সেন। তাঁর সাথে রয়েছেন বাচিক শিল্পী শমিতা বন্দ্যোপাধ্যায় ও সমাজকর্মী শুভ্রা ব্যানার্জি। কবি মন্দাক্রান্তা সেন কুলিক ইনফোলাইনকে জানিয়েছেন যে
অনশনরত হবু শিক্ষকদের আন্দোলনে সহমর্মিতা জানাতে ও প্রশাসনের নির্বিকার মনোভাবের প্রতিবাদে তিনি অনশনে যোগদান করেছেন। তিনি আরো বলেন যে তাঁকে স্নায়ুরোগের ওষুধ খেতে হয়। তাঁর চিকিৎসক তাকে অনশনে বসতে নিষেধ করেছিলেন। কিন্তু অনশনরত ছাত্র-ছাত্রীদের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করতে তিনি প্রাণের টানে তাঁদের অনশনে যোগদান করেছেন। আজ রাতে তিনি থাকছেন অনশন মঞ্চে। যদি শরীর বিদ্রোহ না করেন তবে আগামীকালও অনশন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন তিনি। এর আগে অভিনেত্রী পাপিয়া অধিকারী থেকে কবি শঙ্খ ঘোষ পর্যন্ত অনশনকারীদের সঙ্গে দেখা করতে এসেছিলেন।এর মধ্যেই ওখানে অনশন করতে করতে অসুস্থ হয়ে গর্ভস্থ সন্তানকে হারিয়েছেন এক মা। নিজের শিশুসন্তানকে নিয়ে অনশন চালাচ্ছেন আরেকজন মা। কারণ মাকে ছাড়া সেই দুগ্ধপোষ্য শিশু থাকতে পারেনা।এই অনশন মঞ্চে অনশন করছে রায়গঞ্জের মেয়ে অর্পিতা দাসও। একুশ দিন অনশন করে গত পরশু বিকেলে অসুস্থ হয়ে পড়েন অর্পিতাসহ চার জন।পরে কিছুটা সুস্থ হয়ে সন্ধ্যের পর তিনি আবার ফিরে আসেন অনশন মঞ্চেই।