২০/০১/২০১৯, ওয়েবডেস্ক :
ব্রিগেড সভার কয়েক ঘন্টার মধ্যেই ব্রিগেড সভায় ঘোষিত বিরোধী ঐক্যের ছন্দপতন। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তৃণমূলের সভায় কংগ্রেসের প্রতিনিধিত্ব করে লোকসভায় কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে এদিন পৌছে যান বিধান ভবনে। সেখানে প্রদেশ কংগ্রেস নেতাদের সাথে একপ্রস্থ আলোচনা সেরে সাংবাদিক সম্মেলনে সোমেন মিত্র, প্রদীপ ভট্টাচার্যদের পাশে নিয়ে তিনি জানান
তৃণমূলের সাথে কংগ্রেস জোট করবে কি না সেটা প্রদেশ কংগ্রেসের মতকে গুরুত্ব দিয়েই নির্ধারিত হবে। প্রসঙ্গত একদিন আগেই প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র চ্যালেঞ্জ করে জানিয়েছিলেন তৃণমূলের সাথে রাজ্যে কংগ্রেসের জোট হবে না। অন্যদিকে মমতাকে প্রধানমন্ত্রী পদে কংগ্রেস সমর্থন করবে কি না? সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে খাড়গে কটাক্ষ করে বলেন, “ঈদ পর্যন্ত ছাগল আগে বাঁচুক তারপরে ঠিক করা যাবে সে মহরমের মিছিলে নাচবে কিনা!”