ভিন ধর্মে প্রেমের সম্পর্ক। তরুণীকে হত্যার অভিযোগে পূর্ব বর্ধমান পুলিশ কলকাতা থেকে গ্রেপ্তার করল বাবা ও ভাইকে।
গত ৩১শে অগস্ট বর্ধমান থেকে ১৯ কিলোমিটার দূরের এক ধানখেতের মধ্যে থেকে উনিশ বছর বয়সী ওই মহিলার দেহ উদ্ধার করে পুলিশ। তাঁর মুখটি পাথর দিয়ে থেঁতলানো ছিল বলে জানান কর্তব্যরত পুলিশ অফিসার।
ময়নাতদন্তের সময় আমরা লক্ষ করি, তাঁর দেহে দুটি নম্বর লেখা রয়েছে। সেখান থেকেই হদিশ পাওয়া যায়, সেই ব্যক্তির, যাঁর সঙ্গে সম্পর্ক ছিল ওই মহিলার”, বলেন ওই অফিসার।
তাঁর কাছ থেকেই ওই মহিলার পরিবারের বাসিন্দাদের হদিশ পায় তারা।
তদন্ত চলাকালীন গ্রেফতার করা হয় ওই মহিলার বাবা ও দাদাকে। দুজনেই কলকাতায় গাড়ি চালানোর কাজ করত। থাকত পার্ক সার্কাস অঞ্চলে। জেরার সময় তারা স্বীকার করে চলন্ত গাড়িতে গলায় ফাঁস দিয়ে খুন করা হয়েছিল ওই তরুণীকে।
যদিও, মেয়েকে খুন করা নিয়ে কোনওরকম অনুশোচনা নেই বাবার। জিজ্ঞাসাবাদের সে বলে, ভিনধর্মের ছেলের সঙ্গে আমাদের ঘরের মেয়ে সম্পর্ক রাখার জন্য গ্রামে আমরা একঘরে হয়ে যাচ্ছিলাম।
অনার কিলিং-এর তালিকায় এবার পশ্চিমবঙ্গ
Recent Comments
অভিমান
on