3/1/2019, ওয়েবডেস্ক : প্রয়াত হলেন বাংলা সাহিত্যের অন্যতম মুখ দিব্যেন্দু পালিত। 2018 বর্ষের শেষ দিক থেকে একের পর এক বাঙালি বিশিষ্টজনদের প্রয়াণ নতুন বছরে এসেও যেন থামতেই চাইছে না। হৃদরোগে আক্রান্ত হওয়ায় গতকাল যাদবপুর কে পি সি হাসপাতালে গতকাল ভর্তি করা হয় বাংলা সাহিত্যে জগতের এই দিকপাল ব্যক্তিত্ব কে। আজ 79 বছর বয়সে তিনি প্রয়াত হন। তিনি ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ জনিত অসুখে বেশ কিছুদিন থেকেই ভূগছিলেন। আগেও তিনি একবার হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন।
বিহারের ভাগলপুরে 1939 খৃস্টাব্দে জন্ম হয় দিব্যেন্দু পালিতের। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক সাহিত্য বিভাগের ছাত্র ছিলেন তিনি। পাঁচের দশকেই বাংলা সাহিত্য জগতে তার প্রবেশ। 1955 খৃস্টাব্দে আনন্দবাজারের রবিবাসরীয়তে তার প্রথম আত্মপ্রকাশ ঘটে, “ছন্দপতন” গল্পের মাধ্যমে। 1959 খৃস্টাব্দে তার প্রথম উপন্যাস, “সিন্ধু বারোয়াঁ” প্রকাশিত হয়। 1984 খৃস্টাব্দে তিনি আনন্দ পুরস্কার পান। 1990 সালে ঢেউ উপন্যাসের জন্য জন্য তিনি বঙ্কিম পুরস্কার পান। 1998 সালে তার লেখা “অনুভব” উপন্যাস সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার নিয়ে আসে বাঙালির ঘরে। তার একাধিক গল্প ও উপন্যাস বাংলা চলচ্চিত্রে ব্যবহৃত হয়েছে।