১৩/৩/১৯,ওয়েবডেস্কঃ গত ভোটে রাজ্যে
নির্বাচনের কাজে লাগানো হয়েছিল সিভিক ভলান্টিয়ারদেরও। কিন্তু এবার লোকসভা ভোটে তাঁদের কোনো ভাবেই কাজ লাগানো যাবেনা এই নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন।বর্তমানে রাজ্যে প্রায় এক লক্ষ সাতাশ হাজার সিভিক ভলান্টিয়ার আছেন। তাঁরা দৈনন্দিন থানার কাজকর্ম থেকে ট্রাফিক সব সামলায়।কমিশনের এই নির্দেশের অন্যথা হলে দায়িত্বপ্রাপ্ত অফিসারদের বিরুদ্ধে পদক্ষেপ করার হুঁশিয়ারি দিয়েছেন কমিশনের এক কর্তা।
এই নির্দেশ কার্যকর করার জন্যে প্রত্যেক জেলার পুলিশ সুপারকে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন।
পঞ্চায়েত ভোটে সেক্টর অফিসার, টহলদারি ভ্যান, কুইক রেসপন্স টিম, স্ট্রাইকিং ফোর্স-সহ বিভিন্ন ক্ষেত্রেই সিভিক ভলান্টিয়ারদের ব্যবহার করা হয়েছিল সর্বত্র । বিরোধীদের অভিযোগ, সিভিক ভলান্টিয়ারেরা কার্যত রাজনৈতিক যোগাযোগের সৌজন্যেই চাকরি পেয়েছেন। তাঁদের নির্দিষ্ট কোনও নিয়োগ পদ্ধতি নেই। ফলে সিভিক ভলান্টিয়ারদের ‘নিরপেক্ষতা’ নিয়ে প্রশ্ন রয়েছে।নেই কোনো প্রশিক্ষণ ।এই পরিস্থিতিতে সিভিক ভলান্টিয়ারদের ভোটের কাজে লাগানো হলে কমিশনের নিরপেক্ষতা নিয়েই প্রশ্ন উঠবে।