মার্চ 18 2019 ওয়েব ডেস্কঃ গতকাল তার বাসভবনে রাত দশটা ত্রিশ নাগাদ হৃদ রোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন টলিউডের প্রখ্যাত কৌতুক অভিনেতা চিন্ময় রায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯। পেছনে ফেলে গেলেন এক পুত্র, এক কন্যা ও অসংখ্য গুণমুগ্ধ
সিনেমাপ্রেমীদের। ১৯৪০ সালের ২৬ শে জানুয়ারি বাংলাদেশের কুমিল্লা জেলায় তার জন্ম। ৬০ এর দশকে তাঁর অভিনয় জীবনের শুরু। বেশ কয়েক দশক দাপটের সাথে তিনি অভিনয় করে গেছেন বাংলা ছায়াছবির দিকপাল অভিনেতা তথা কৌতুক অভিনেতাদের সাথে । একটা সময় বাংলা সিনেমায় কৌতুক অভিনয়ের স্বর্ণযুগ ছিল এবং সেই সময় মুখ্য ভূমিকায় রবি ঘোষ, অনুপ কুমার, ভানু বন্দোপাধ্যায়দের সাথে সমানতালে অভিনয় করে দর্শকদের মাতিয়ে রেখেছিলেন তিনি। তার জনপ্রিয় গুলির গুলির মধ্যে রয়েছে ধন্যি মেয়ে বসন্ত বিলাপ ও চার মূর্তির মত কালজয়ী সিনেমা। এই হাস্য কৌতুক অভিনেতার প্রয়াণে শোক এর আবহ টলিউডের সিনেমা মহল তথা বাংলা সিনেমা প্রেমীদের মধ্যে।