১/৪/১৯,ওয়েবডেস্কঃ শতাব্দীপ্রাচীন অ্যাথলেটিক ক্লাবে সোমবার সকালে আগুন লাগলো। মধ্য কলকাতার ময়দান এলাকার ওই ক্লাবটি ভস্মীভূত হয়ে গিয়েছে বলে জানিয়েছে পুলিশ। ওয়ারি অ্যাথলেটিক ক্লাবটিতে কী ভাবে আগুন লাগার কারন এখনো জানা যায়নি। কলকাতা পুলিশের এক পদস্থ আধিকারিক বলেন, ‘‘সকাল ৫.৩০ নাগাদ আগুনের ঘটনাটি ঘটেছে। দমকলের চারটি ইঞ্জিন পৌঁছয়। ৬.১০ নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে।’তিনি জানান , সম্ভবত শর্ট সার্কিটের জেরেই আগুন লেগেছে। তবে নিশ্চিত ভাবে কিছু বলা যাবে না এখন। ক্লাবের এক কর্মী আগুনে অল্পবিস্তর জখম হয়েছেন।পুড়ে গেছে ক্লাবের বহু সম্পত্তি।
Recent Comments
অভিমান
on