২৬/০৯/১৮,ওয়েবডেস্কঃছাত্র হত্যার প্রতিবাদে বিজেপির ডাকা আজকের রাজ্য বন্ধে ইসলামপুরে বিহারের রেজিস্ট্রেশান নম্বরের একটি বাস ভাঙচুর করে বনধ সমর্থকেরা। বিহার নম্বর BR11PB2365
বনধ সমর্থকরা আজ উত্তর দিনাজপুর জেলার নাগর ব্রীজের কাছে, টুঙ্গিদিঘী, করনদিঘীতে পিকেটিং করে। বনধ সমর্থকরা বিভিন্ন স্কুল স্কুলে পিকেটিং করে। করনদিঘীতে TMC নেতার(রানা রায়) দোকান ভাঙ্গচুর করে। অন্য দিকে বিজেপির সমর্থকরা পিকনিক পিকনিক মুডে ঠুঙ্গিদিঘীতে জাতীয় সড়কের ধারে খিচুড়ি তরকারি রান্না করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে।
ছবিঃ স্বপন পাল