১৯/০৯/১৮,ওয়েবডেস্কঃ: লগ্নির খোঁজে মুখ্যমন্ত্রীর বিদেশযাত্রাকে স্বাগত জানালেন দক্ষিণ মালদার কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরী। তিনি বলেন, বিদেশী শিল্পপতিদের কাছে এ রাজ্যের ভাবমূর্তি খুব একটা উজ্জ্বল নয়। এক সময়ের লাল ঝান্ডার আন্দোলন বিমুখ করেছে অনেক শিল্পপতিকেই। মুখ্যমন্ত্রীর এই উদ্যোগ শিল্পে জোয়ার আনবে। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী যখন মুখ্যমন্ত্রীর বিদেশসফরকে কটাক্ষ করলেন ঠিক তখনই কংগ্রেস সাংসদের এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
মুখ্যমন্ত্রীর বিদেশ সফর শিল্পে জোয়ার আনবে : আবু হাসেম খান চৌধুরী
Recent Comments
অভিমান
on