২/১১/১৮,ওয়েবডেস্কঃ
তেলেঙ্গানার সিদ্দিপাট এ সেপ্টেম্বর মাসের ২৮ থেকে ৩০ তারিখ অবধি আয়োজিত নবোদয় বিদ্যালয় গুলির ২৯তম জাতীয় অ্যথলেটিক মিট এ ১০০ও ২০০ মিটার দৌড়ে সোনা পেলো রায়গঞ্জ নিবাসী ও কর্মসূত্রে পূর্ণিয়া প্রবাসী মিনু দাস ও প্রদীপ কুমার সাহার কন্যা প্রতীক্ষা সাহা।প্রতীক্ষা পূর্ণিয়ার নবোদয় বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী।প্রতীক্ষার মা ওই বিদ্যালয়ের ই ক্রীড়া শিক্ষিকা।প্রধানত মা আর ওই বিদ্যালয়ের ই আরেক ক্রীড়া শিক্ষক পরশুরাম ঘটকের তত্ত্বাবধানে প্রশিক্ষণ নেয় প্রতীক্ষা।বিদ্যালয় বন্ধ থাকলে ,রায়গঞ্জে থাকাকালীন সজল দাস তার প্রশিক্ষক।কঠোর অনুশীলনের মধ্য দিয়েই নিজেকে গঠন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রতীক্ষা।ভবিষ্যতে এই ক্ষেত্রে আরো উন্নতি করতে দৃঢ়প্রতিজ্ঞ এই কিশোরী
খেলাধুলা ছাড়াও মায়ের তত্ত্বাবধানে নৃত্য বিষয়েও পারদর্শী প্রতিভাময়ী ,উজ্জ্বল এই মেয়েটি।