ওয়েব ডেস্ক,১৯/৯/২০১৮:বহুল আলোচিত বল টেম্পারিংয়ের অপরাধে এক বছরের জন্য নিষিদ্ধ স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার। সেরা দুই ব্যাটসম্যানকে ছাড়া ইংল্যান্ড সফরে ভরাডুবি হয় ডিফেন্ডিং বিশ্বচ্যাম্পিয়ন অসিদের। আগামী বছর সেখানেই শিরোপা ধরে রাখার মিশনে ওয়ানডে বিশ্বকাপ খেলতে হবে। তার আগে দল গুছিয়ে নিতে স্মিথকে যত দ্রুত সম্ভব দলে চাইছেন গ্রেট শেন ওয়ার্ন, ‘আমি মনে করি তারা ফিরে আসবে, তাদের আমাদের দরকার, খুবই দরকার। একই মত স্টিভ ওয়ার ও । তিনি বলেন, ‘‘অস্ট্রেলিয়া ক্রিকেটে ওর ফেরা দরকার। ওর মতো প্রতিভাকে রাতারাতি সরিয়ে দিয়ে পরিবর্ত খুঁজে পাওয়া সম্ভব নয়।”
Recent Comments
অভিমান
on