মার্চ ৮, ২০১৯,
আমি চাই
শর্মিষ্ঠা ঘোষ
আমার কোন মেয়ে দিবস নেই আমার কোন ছেলে দিবস নেই
আমার কিছু স্বপ্ন দিবস আছে না মেটা জনিত ক্রোধ দিবস আছে
আমি চাই সমস্ত পাবলিক ট্রান্সপোর্ট এ লেডিস সিট অবলুপ্ত হোক, কোন বৃদ্ধকে দেখে
উঠে দাঁড়াক কোন যুবতী
আমি চাই যে কোন কাউন্টারে একটিই লাইন হবে ‘আগে এলে আগে পাবে’ ভিত্তিতে
আমি চাই ভালোবাসা পেলে পছন্দের পুরুষটির সামনে হাঁটু মুড়ে প্রেম নিবেদন করবে
ইভ
আমি চাই মুখচোরা লাজুক ছেলেটির শার্সিতে টোকা মারুক ঢিল বাঁধা- সুনীল শ্রীজাত
উঠতি যুবার গ্রীক নিন্দিত কাঠামো দেখে কোন তরুণী জিভের আড় ভেঙে অস্ফুটে
বলুক ‘উফ. . . আহ. . . আউচ. . . ‘
আমি চাই পাইলট মেয়েটি চুপিসারে তার এক্স প্রেমিকের ছাদে ছড়িয়ে আসবে
গোলাপ পাপড়ি
আমি চাই পাহাড়ের চূড়ায় মেয়েটি পত পত বিজয় পতাকা উড়িয়ে গলা ফাটিয়ে
বলে দেবে লুকোনো ভালবাসার নাম
আমি চাই মেসেজ বক্স এ জ্বলজ্বল করবে, ‘চাকরিটা আমি পেয়ে গেছি ছেলে শুনছো ‘
এখন আর কেউ আটকাতে পারবেনা
আমি চাই সদ্যজাত মেয়ের মুখে চুম্বন করে বাবা বলবে, ‘দেখ পিতৃপুরুষ আমার
বংশধর. . . ‘
আমি চাই মুখাগ্নি করে, কাছাধারী, মুণ্ডিত-মস্তক মেয়েটি পূর্বপুরুষকে তিল তুলসী তর্পণ
করবে
আমি চাই বিয়ে বাড়ির গাড়ির পেছনে দুটি শোলার নিশান, ‘মানব ওয়েডস মানবী’,
এবং মানবী ওয়েডস মানব’
এমন অনেক কিছুই আমি রোজ রোজ চাই, চেয়ে যাবো না পাওয়া পর্যন্ত
আমার কোন মেয়ে দিবস নেই আমার কোন ছেলে দিবস নেই
আমার কিছু স্বপ্ন দিবস আছে না মেটা জনিত ক্রোধ দিবস আছে. . .