27/12/2018,ওয়েবডেস্ক: গ্রামীন সম্পদ কর্মীদের উত্তরদিনাজপুর জেলা সংগঠনের পক্ষ থেকে স্বারকলিপি দেওয়া হলো বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মহাশয়কে।
কেন্দ্রীয় সরকারের নির্দেশে রাজ্য সরকার VRP দের নিয়োগ করে। VRP রা সাধারণত Social Audit অর্থাৎ সামাজিক নিরীক্ষা করে থাকেন বছরে মাত্র 20 দিন। তার পর সারা বছর রাজ্যের ৩৩ হাজার গ্রামীণ সম্পদ কর্মীদের কর্মহীন অবস্থায় কাটাতে হয়।
VRP দের এই দুর্দশা থেকে মুক্তি পাওয়ার জন্য তারা মাননীয় দিলীপ ঘোষ এর মাধ্যমে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে বাংলার ৩৩ হাজার VRP এর কথা তুলে ধরার দাবি জানিয়েছেন।
উক্ত স্বারকলিপি প্রদানের জন্য VRP র পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি কমল দেবনাথ ,জেলা পর্যবেক্ষক অলোক রায় ,কোষাধ্যক্ষ রাজেন রায় ও রায়গঞ্জ ব্লক সম্পাদক দীপক কুমার বর্মন সহ শতাধিক VRP কর্মী।