৫/১০/১৮,ওয়েবডেস্ক: আজ রাত ৯:৩০ নাগাদ রায়গঞ্জ সংলগ্ন তেলঘানিতে পথ দুর্ঘটনা ঘটে। জানা গেছে তেলঘানির মিকিমেঘা নার্সিংহোমের সামনে রায়গঞ্জ রেজিস্ট্রেশান নাম্বারের একটি বোলেরো ও হেমতাবাদগামী শিলিগুড়ি রেজিস্ট্রেশান নাম্বারের একটি অল্টো গাড়ি মুখোমুখি সংঘর্ষ এড়াতে গেলে রায়গঞ্জগামী বোলেরো গাড়িটি উল্টে যায়। দুর্ঘটনায় আহতদের রায়গঞ্জ সুপার স্পেশালিটি হসপিটালে পাঠানো হয়েছে।
রায়গঞ্জে দুটো গাড়ির মুখোমুখি সংঘর্ষ।
RELATED ARTICLES
Recent Comments
অভিমান
on