১৭ জানুয়ারী, ২০১৯, ওয়েবডেস্ক : আগামীকাল থেকেই আবার চালু হতে চলেছে শিলিগুড়ি রাধিকাপুর ডেমু প্যাসেঞ্জার। রেল সূত্রে আরো জানানো হয়েছে যে, আগামীকাল অর্থাৎ ১৮ ই জানুয়ারী থেকে ৭৫৭০৮ শিলিগুড়ি রাধিকাপুর ডেমু শিলিগুড়ি থেকে যাত্রা শুরু করলেও, ৭৫৭০৭ রাধিকাপুর
শিলিগুড়ি ডেমুটি রাধিকাপুর থেকে রওনা দেবে আগামী ১৯শে জানুয়ারী। উল্লেখ্য, মেরামতির জন্য ট্রেন দুটির চলাচল আগামী ১লা ফেব্রুয়ারী পর্যন্ত বন্ধ রাখা হবে বলে জানিয়ে ছিল রেল দপ্তর। রায়গঞ্জ শিলিগুড়ির যোগাযোগ রক্ষাকারী এই ট্রেন দুটি বন্ধ রাখার প্রতিবাদে আন্দোলনে নামে ইসলামপুর নাগরিক মঞ্চের ও ঠাকুরগঞ্জ রেলযাত্রী সমিতি। শিলিগুড়ির মানুষ ডি আর এম এর কাছে ডেপুটেশনও দেন। এই সব আন্দোলন-জনমতের চাপেই সময়ের আগে ট্রেনটি যাত্রা শুরু করতে চলেছে বসে দাবী আন্দোলনকারীদের।