সামনে দুর্গাপূজা, তাই দোকানগুলিতে উপচে পড়া ভিড়, সবাই ব্যস্ত কেনাকাটা করতে করোনাকে উপেক্ষা করেই। রায়গঞ্জে বাজার করতে আশা কোন ব্যক্তি করোনার সংক্রমিত কিনা বা অন্য কাউকে সংক্রমিত করছে কিনা তা দেখতে জেলা স্বাস্থ্য দপ্তর মাস্ক পড়েনি এমন ব্যক্তিদের ধরে করোনা টেস্ট করায়।শনিবার সন্ধ্যায় লাইন বাজার এলাকায় করোনেশন স্কুল এর কাছে এই অভিযান হয়। জানা গেছে যে, ৬০ জনের rapid test করানো হয়, তার মধ্যে ২জনের রিপোর্ট পজিটিভ পাওয়া গেছে। দুজন আক্রান্তকে তৎক্ষণাৎ করোনা হসপিটালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।
পুজোর বাজারে রায়গঞ্জে করোনা এন্টিজেন টেস্টে খোঁজ মিলল দুজন পজিটিভ ব্যক্তির।
RELATED ARTICLES
Recent Comments
অভিমান
on