১৩/০৯/১৮,ওয়েবডেস্কঃরায়গঞ্জের কর্নজোড়া পুলিশ ফাঁড়ী এলাকার শ্যামল বর্মন নামে এক ব্যক্তি মালদার কালিয়াচকে এক লক্ষ কুড়ি হাজার টাকার বিনিময়ে একটি তক্ষক পাচার করে।যদিও পরবর্তী সময়ে পাচার চক্র বুঝতে পারে যে সেই তক্ষকটি আসলে নকল। পাচার চক্র তাদের টাকা উদ্ধারের জন্যে ফন্দি এঁটে পাচারকারীকে ডেকে নিয়ে গিয়ে আটকে রাখে। সূত্রের খবর,পাচার চক্রটি শ্যামল বর্মনের পরিবারের কাছে তাদের দেওয়া এক লক্ষ কুড়ি হাজার টাকা দাবি করেছে। বিষয়টি পুলিশ প্রশাসনের জানতে পেরে তদন্তে নেমেছে।
রায়গঞ্জের নকল তক্ষক পাচারকারীকে আটকে রেখে টাকা দাবি
RELATED ARTICLES
Recent Comments
অভিমান
on