৬/১২/১৮,ওয়েবডেস্কঃসময় সব যন্ত্রণা ভুলিয়ে দেয়।এটাই সাধারণ ধারনা।কারণ শোক যন্ত্রণা ভুলে এগিয়ে যাওয়ার নামই জীবন। আমাদের দেশের ক্ষেত্রে এই ক্ষত সারানোর কাজটা না করে ধর্মের নামে মানুষ খেপিয়ে তোলার কাজটা চলছে বেশি।আর চালাচ্ছে বিজেপি আরএসএসের গুন্ডারা।যারা বাবরি মসজিদ ভেঙ্গেছিল। সারা দেশ জুড়ে বামেদের সম্প্রীতি মিছিলে আজ একথা গুলোই বারবার এলো ঘুরেফিরে।১৯৯২ এর ৬ই ডিসেম্বর বিজেপি ও সংঘ পরিবারের করসেবকদের হাতে বাবরি মসজিদ ধ্বংস হওয়ার পর থেকে প্রতি বছর এই দিনটিকে সিপিএম সহ বামদল গুলি সম্প্রীতি দিবস হিসেবে পালন করে।এবারও রাজ্যের সব জেলায় জেলায় সম্প্রীতি মিছিল করে বামেরা।
উত্তর দিনাজপুরের সব ব্লকেই মিছিল করে সিপিএম।রায়গঞ্জ শহরে এদিন মিছিলে নেতৃত্ব দেন জেলা বামফ্রন্টের আহ্বায়ক অপূর্ব পাল।মিছিলে বর্ষিয়ান সিপিএম নেতা দিলীপ নারায়ন ঘোষ,নীলকমল সাহাদের সাথে তীর্থ দাস,প্রাণেশ সরকারদের মতো নতুন নেতৃত্বের উপস্থীতি চোখে পড়ে।সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে আওয়াজ ওঠে আজকের মিছিলে।
রাজ্যের সাথে রায়গঞ্জেও বামফ্রন্টের সম্প্রীতি মিছিল
RELATED ARTICLES
Recent Comments
অভিমান
on