ওয়েবডেস্ক: ১৫ই জানুয়ারি:অকারণে প্রাণ গেছে ৪২জন সেনার।সারা দেশে এর আগে সেনা বাহিনির ওপর এতবড় আক্রমণ হয়নি সারা দেশেই সেনানিদের
স্মৃতিতে শ্রদ্ধাজ্ঞাপন চলছে।বাম ছাত্র-যুব সংগঠনের পক্ষ থেকে আজ রায়গঞ্জেও শ্রদ্ধায় স্মরণ করা করা হল বীর সেনানিদের।আজ সন্ধ্যায় রবীন্দ্র মূর্তীর পাদদেশে এসএফআই ও ডিওয়াইএফআইয়ের তরফে এক মিনিট নিরবতা পালন করা হয়।জ্বালানো হয় মোমবাতি।বক্তব্য রাখেন যুব নেতা প্রানেশ সরকার।