12/01//2019, স্বপন পাল: পানিশালায় দুর্ঘটনার কবলে পড়ল উত্তর দিনাজপুর জেলাশাসক অরবিন্দ মীনার গাড়ি। অল্পের জন্য বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেলেন তিনি। জানা গেছে, চোপড়ায় “গ্রাম সংযোগে প্রশাসন ” কর্মসূচীতে
যোগদান করতে যাচ্ছিলেন তিনি। ৩৪ নম্বর জাতীয় সড়কে উল্টোদিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় তাঁর গাড়ির। দুর্ঘটনায় জেলা শাসকের গাড়ির ক্ষতি হলেও তিনি, তাঁর দুই নিরাপত্তারক্ষী ও চালক সুরক্ষিত রয়েছেন। ঘটনার খানিক পর অপর একটি গাড়িতে চোপড়ার উদ্দেশ্যে রওনা দেন তিনি। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন পিক আপ ভ্যানের চালক। তাঁকে চিকিৎসার জন্য রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।