23/12/2018, ওয়েবডেস্ক: আজ রবিবার রায়গঞ্জের কমলাবাড়ি ২ নং অঞ্চলের নোয়াবাড়ির ডাঙ্গাপাড়াতে উদ্বোধন হল কমিউনিটি হলের। রায়গঞ্জের সাংদ মহম্মদ সেলিমের সাংসদ উন্নয়ন তহবিলের টাকায় নির্মিত এই কমিউনিটি হলটি নির্মাণে খরচ হয়েছে প্রায় ১৪ লাখ ৯৩ হাজার টাকা।
ফিতে কেটে হলটির দ্বারোদ্ঘাটন করতে অনুরোধ জানালে সাংসদ কাঁচিটি তুলে দেন ক্লাস টু-র পড়ুয়া লীলা নাগবংশীর হাতে। পরে লীলাই উদ্বোধন করে কমিউনিটি হলের। স্থানীয়রা জানান, বিয়ে সহ নানা সামাজিক অনুষ্ঠান পালনের জন্য একটি কমিউনিটি হলের দীর্ঘদিনের প্রয়োজন আজ মিটল।