২৬/১২/১৮,ওয়েবডেস্ক,স্বপন পালঃউওর দিনাজপুর জেলার করণদিঘী থানার নাগর ব্রীজে লরি (WB-41E – 9556)থামিয়ে রেখে চালক ব্রীজে পাশে চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন। ঠিক সেই সময় কাজ শেষে ইট ভাটার শ্রমিক সহ ট্রাক্টর চালক বিহারের কিং ইট ভাটার থেকে বালিয়া হয়ে ৩৪ নম্বর জাতীয় সড়ক ধরে ফেরার পথে নাগর ব্রীজে দাঁড়িয়ে থাকা লরি সাথে দ্রুত গতিতে ধাক্কা মারে। ট্রাক্টরের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ব্রীজ থেকে নিচের নদীতে গিয়ে পড়ে। দুমড়ে মুচড়ে যায় ট্রাক্টরটি। পাশের দোকান বসে থাকা মানুষ জন ছুটে গিয়ে দেখেন ট্রাক্টর চালক সহ শ্রমিক ছিটকে পড়ে আছে নদীর পাশে। তাঁরাই উদ্ধার করে আহতদের । ব্রীজের নীচ থেকে তুলে নিয়ে আসে আহতদের । এর পর চালক সহ ২ শ্রমিককে রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়। দূর্ঘটনার খবর পেয়ে বোতল বাড়ি থেকে ছুটে আসে সিভিক ভলেন্টিয়ার বাসির আলি ,নেইম উদ্দীন,মনীর উদ্দীন। খবর দেওয়া হয় করণদিঘী থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নীহাররঞ্জন দাস।
রায়গঞ্জের কাছেই দূর্ঘটনা গ্রস্ত গাড়ি ব্রীজ থেকে পরে গেলো নিচে নদীতে
RELATED ARTICLES
Recent Comments
অভিমান
on