২৩/২/১৯,ওয়েবডেস্ক,রায়গঞ্জঃসমগ্র রাজ্যের সাথে সাথেই আজ উত্তর দিনাজপুর জেলায় নিখিল বঙ্গ শিক্ষক সমিতি একাধিক বিষয় তুলে ধের রায়গঞ্জ ঘড়ি মোড়ে এক পথসভা করে। এই পথসভায় সভাপতিত্ব করেন দিব্যেন্দু ভট্টাচার্য ও প্রধান বক্তা ছিলেন বিপুল মৈত্র।এই পথসভায় বক্তারা মাধ্যমিক পরীক্ষাকে প্রহসনে পরিনত করার জন্য পর্ষদের ভূমিকাকে তিব্র নিন্দা করেন এবং তারই সাথে প্রশ্নফাঁস প্রসঙ্গে পুর্নাঙ্গ তদন্ত কমিটি গঠন করে খুব দ্রুত রিপোর্টটি ছাত্রছাত্রী, অভিভাবক ও সাধারন মানুষের সামনে তুলে ধরার দাবি জানায়। এছাড়াও সংগঠনের দাবি আসন্ন উচ্চমাধ্যমিক পরীক্ষায় এই রকম ঘটনা যাতে না ঘটে তা আসস্বত্ব করতে হবে পর্ষদকে।অন্যদিকে পর্ষদের নির্বাচন নিয়েও কথা বলেন বক্তারা। তারা বলেন,দ্রুত পর্ষদের ভোটের দিন ঘোষনা করতে হবে। গণতান্ত্রিক পদ্ধতিতে যদি পর্ষদ না চলে তাহলে এই রকম ঘটনা বারবার ঘটবে।কারন অ্যাডিশনাল ভেনু সুপার হিসেবে যাদের নিয়োগ করা হয় তারা একটি নির্দিষ্ট দলের সদস্য। যদি এই ভাবেই অ্যাডিশনাল ভেনু সুপার রাখতেই হয় তাহলে সকল দলের সদস্যই নিয়োগ করা হোক নচেত এই পদ্ধতিই বাতিল করা হোক। কারন সর্ষের মধ্যে যে ভুত নেই তার নিশ্চয়তা সরকার নিজেও দিতে পারবে না।
Recent Comments
অভিমান
on