19/1/19, ওয়েবডেস্কঃ আজ ব্রিগেডে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসমাবেশ। এই সমাবেশকে কেন্দ্র করে ১৭ তারিখ থেকেই কলকাতার বহু গাড়ি তুলে নেওয়া হয়। বন্ধ করা হয় বেশ কিছু গুরত্বপূর্ণ রাস্তা। জেলায় জেলায় থেকে এই সমাবেশে লোক আনার জন্য আগে থেকেি প্রচার চালায় তৃনমূল। তৃনমূলের এই জনসমাবেশের জন্য বাতিল হয় দুটি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা। এমন কি আলিয়া বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের সমাবেশে উপস্থিত হবার হুইপ জারি করেছিলো। কিন্তু পরীক্ষা থাকলে কি করে সমাবেশে উপস্থিত হবে সমাবেশে? তাই বাতিল হয় পরীক্ষা। অপর দিকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শুরুর কথা ছিলো ১৭ ই জানুয়ারি। কিন্তু বাস তুলে নেবার জন্যে যাতায়াতের অসুবিধার কথা মাথায় রেখে পরীক্ষা পিছিয়ে ২৪ জানুয়ারি থেকে শুরুর কথা জানানো হয়।এছাড়াও বিভিন্ন অফিস আদালতেও এই সমাবেশে উপস্থিত হবার অলিখিত ফরমান আসে।
Recent Comments
অভিমান
on