১০/৩/১৯,ওয়েবডেস্কঃ মাস দু’য়েকের মধ্যেই আরেকটা পুলওয়ামা আক্রমণ হতে চলেছে। অন্তত এমনটাই জোর গলায় বলছেন এম. এন এস প্রধান রাজ ঠাকরে। রাজ ঠাকরের দাবি, “ঠিক পুলওয়ামার মতোই আরেকটা হামলা মাস দু’য়েকের মধ্যেই সংগঠিত হবে।” তিনি আরো বলেন যে লোকসভা নির্বাচন কাছাকাছি এলেই ফের বিধ্বংসী হামলার আয়োজন করা হবে দেশে।
এম এন এস এর প্রতিষ্ঠা দিবসের এক অনুষ্ঠানে রাজ ঠাকরে বলেন যে যাবতীয় সব সমস্যা থেকে মানুষের মনোযোগ সরিয়ে ফেলে দেশপ্রেমের বাতাবরণ তৈরি করতেই এসব করা হবে। তার অভিযোগ, ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাম মন্দিরের ইস্যু সহ তাঁদের সকল নীতিতে বিচ্ছিরিভাবে ব্যর্থ হওয়ার ফলেই এখন জনগণের দৃষ্টি ঘোরাতে এসব পন্থা নিচ্ছে।