১৯/৩/১৯,ওয়েবডেস্কঃদীর্ঘ ৩৫ বছর কংগ্রেস করার পর অনেক আশা নিয়ে পরিবর্তনের স্বপ্ন বুকে নিয়ে দল বদলিয়ে ভারতীয় জনতা পার্টিতে এসেছিলেন সুবল ভৌমিক। কিন্তু অচিরেই কার্যত সেই স্বপ্ন ভেঙ্গে খানখান। নিজেকে দলের কাছে ‘বোঝা’ মনে করে অনেক অভিমানে এবার আবার ঘরেই ফিরে আসছেন ত্রিপুরার বিজেপি নেতা সুবল ভৌমিক। এই নিয়ে এইমুহূর্তে সরগরম ত্রিপুরার রাজনৈতিক মহল। জানা যাচ্ছে, পরশু কংগ্রেস সর্বভারতীয় সভাপতি রাহুল গান্ধীর সভায় আনুষ্ঠানিক ভাবে ঘর ওয়াপসি হবে এই নেতার। বাম আমলে ত্রিপুরার বিরোধী রাজনীতিতে অত্যন্ত পরিচিত এই নেতার সাথে সাথে আরো বহু বিজেপি ছোট মাঝারি বড় মাপের নেতৃত্ব ও কংগ্রেসে ফিরতে পারেন বলে খবর সাংবাদিক মহলে।
Recent Comments
অভিমান
on