এপ্রিল১, ২০১৯, ওয়েবডেস্ক : রবিবার সপ্তাহান্তের ছুটির দিনে রায়গঞ্জের পাড়ায় পাড়ায় ঘুরে প্রচার সারলেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী মহ.সেলিম।এদিন কখনও তাকে দেখা গেলো সেলফির আবদার মেটাতে আবার কখনও ব্যাট হাতে নেমে পড়লেন ক্রিকেট খেলতে।কখনও সেলিম জেঠুকে জড়িয়ে ধরে ছবি তুলতে চাইছে খুদেরা কখনও আবার ফুল তুলে দিচ্ছে হাতে।রায়গঞ্জে নানা সময়ই মহ.সেলিমকে নানা কাজে এলাকার মানুষের পাশে থাকতে দেখা গেছে।কিন্তু আজকের প্রচারে তাকে একেবারেই ভিন্ন মুডে পাওয়া গেলো নিজের সংসদীয় এলাকার সবচেয়ে বড় শহরটির মানুষের সাথে।
সকালে বিরাট মিছিল নিয়ে শহরের অশোকপল্লী,নেতাজিপল্লী এলাকায় ঘোরেন তিনি।বিকেলে শহরের বন্দর,কাঞ্চনপল্লীর বিস্তীর্ণ অঞ্চলে প্রচারে দেখা যায় গতবারের বিজয়ী সাংসদ মহম্মদ সেলিমকে।