ওয়েবডেস্ক:১৭ই জানুয়ারি:বিজেপি নেতা মন্ত্রী ও তাদের ব্যবসাপত্র সংক্রান্ত দুর্নীতি নিয়ে দীর্ঘদিন ধরেই বলে আসছে কংগ্রেস।এবার সেই তালিকায় যুক্ত হলো অজিত দোভালের দুই পুত্রের নাম।একটি পত্রিকার দাবি করেছে যে উত্তর আমেরিকার ক্যারিবীয়ান অঞ্চলের কেম্যান দ্বীপপুঞ্জে দোভালের ছেলে বিবেকের ‘হেজ ফান্ড’ নামে একটা সংস্থা আছে।এই অঞ্চলে ব্যবসা করতে হলে কর্পোরেট কর দিতে হয় না।তাই কর ফাঁকির স্বর্গরাজ্য নামের এই অঞ্চলে ব্যবসাকারি দের সম্পর্কে তথ্য প্যারাডাইস ও পানামা নথিতে প্রকাশিত হয়।তথ্যে জানানো হয় ভারতে নোটবন্দির ঠিক তেরো দিন পরেই তৈরী হয় ওই সংস্থা।এই তথ্য সামনে আসার পরেই বিজেপির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সুর চড়িয়েছে কংগ্রেস।
Recent Comments
অভিমান
on