মার্চ ১৯, ২০১৯, ওয়েবডেস্ক : রাজ্য বিজেপির নির্বাচনী থিম সং গেয়েছিলেন বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়। অভিযোগ ওঠে সেই গানে নাকি বামেদের শ্লোগান ব্যবহার করা হয়েছে বহুল পরিমাণে । এর প্রমাণ হিসেবে বাম নেটিজেনরা তুলে ধরেন বেশ কয়েক মাস আগে তাদের ছাত্রসংগঠন এসএফআইয়ের সমাবেশের স্লোগান যা পরবর্তীতে তারা ইউটিউবে আপলোড করেন। আজ মঙ্গলবার কার্যত: সেই অভিযোগ স্বীকার করে নিলেন বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়। তাঁদের লক্ষ্য বিরোধী সব কণ্ঠস্বর রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে ভোটারদের সামনে তুলে ধরা । এই থিম সং নিয়ে আপত্তি জানায় রাজ্য তৃণমূল ও তাদের মতে এই থিম সং এ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অবমাননা করা হয়েছে এফআইআর দায়ের করে তৃণমূল কংগ্রেস। এই পরিপ্রেক্ষিতে বাবুল বলেন যে তাঁদের এই থিম সং এর কোন কোন লাইনে তৃণমূল কংগ্রেসের আপত্তি তা বিশেষভাবে জানালে তাদের সুবিধা হবে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে।
Recent Comments
অভিমান
on