২৮/৩/১৯,ওয়েবডেস্কঃরাহুল গান্ধীর নেতৃত্ব তার পছন্দের।এবার পছন্দের নেতার হাত ধরেইকংগ্রেসে যোগ দিলেন ৪৫ বছর বয়সি বলিউড কাঁপানো অভিনেত্রী ঊর্মিলা মাতন্ডকর। কংগ্রেস তাঁকে মুম্বই উত্তর লোকসভা কেন্দ্রে প্রার্থী করতে পারে বলে জানা গেছে।
আজ কংগ্রেসে যোগ দিয়ে ঊর্মিলা বলেন , ‘‘কংগ্রেসের আদর্শে বিশ্বাস করি। সে জন্যই এখানে এসেছি।’’ ভোটের আগে রাজনৈতিক দলে তারকাদের আসা যাওয়ার চালু রীতির সঙ্গে তাঁকে যে মেলানো চলবে না, সেই দাবিও করেন ঊর্মিলা। বলেন, ‘‘আমি এখানে থাকতে এসেছি।’’
গত পাঁছ বছরে নরেন্দ্র মোদী জমানায় দেশে নাগরিকদের স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগ বারবার তুলেছে কংগ্রেস। ঊর্মিলার মুখেও আজ শোনা গিয়েছে সেই সুর। তাঁর মতে, কংগ্রেস স্বাধীনতা আন্দোলনে লড়েছে। এই দল দেশের নাগরিকদের স্বাধীনতা রক্ষার পক্ষে। তবে মোদী সরকারের আমলে নাগরিকদের স্বাধীনতা হরণের অসংখ্য ঘটনা ঘটেছে। ঊর্মিলার মন্তব্য, ‘‘আজকের দিনটা আমার জন্যে বিশেষ তাৎপর্যের। কারণ, আজ রাজনীতিতে যোগ দিলাম। ছোটবেলা থেকেই আমি মোহনদাস কর্মচন্দ গাঁধীর আদর্শে অনুপ্রাণিত।’’ এ দিন রাহুলের নেতৃত্বের প্রশংসা করেন ঊর্মিলা।