২৮/৩/১৯,ওয়েবডেস্কঃব্রিটেনে টিপু সুলতানের একটি গাদাবন্দুক ও বেয়নেট নিলামে বিক্রি হল ৬০ হাজার পাউন্ডে। ভারতীয় মুদ্রায় ৫৪.৭৬ লক্ষ টাকারও বেশি। ব্রিটেনের এক পরিবারের দাবি, তারা সেগুলি পূর্বপুরুষের কাছ থেকে পেয়েছেন।এতদিন তাদের কাছে রক্ষিত ছিল ব্রিটিশ ভারতের মহীশূর রাজ্যের শাসক টিপু সুলতানের ওই গাদাবন্দুক ও বেয়নেট।
নিলামে উঠলো টিপু সুলতানের গাদাবন্দুক ও বেয়নেট
Recent Comments
অভিমান
on