৩/২/১৯,ওয়েবডেস্কঃ যোগমায়া থেকে আনন্দ বিহার গামী সীমাঞ্চল এক্সপ্রেস (১২৪৮৭) ট্রেনটি লাইনচূত্য হয় বিহারের সাহাদাই বুজরাগ স্টেশনের কাছে ।ঘটনাটি ঘটে আজ সকাল ৩টা ৫৮ মিনিটে। পাওয়া খবর অনুযায়ি,এই ঘটনায় এখন পর্যন্ত ছয় জন মারা গেছে এবং আহত হয়েছে অসংখ্য মানুষ। উদ্ধার কার্যে নেমেছে উদ্ধারকারী টিম। সঙ্গে রয়েছে মেডিকেল টিম।
Helpline numbers:
Sonpur- 06158221645
Hajipur- 06224272230
Barauni- 062792322 2