৩/১১/১৮,ওয়েবডেস্ক: নবান্নের সামনে গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক যুবক। অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে পুলিশ তাকে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া যায়। অগ্নিদগ্ধ ওই যুবকের সালকিয়ার বাসিন্দা বলে জানা গেছে। তার নাম বাপন সাহা(৪০)। আত্মহত্যার চেষ্টার কারণ খতিয়ে দেখছে পুলিশ। জানা গিয়েছে, গুরুগাঁওয়ের একটি বেসরকারি সংস্থায় অ্যাকাউন্টেন্টের কাজ করতেন তিনি ৷ মাস চারেক আগে মায়ের মৃত্যুর কারণে চাকরি ছেড়ে চলে আসেন তিনি ৷ তবে কেন তিনি আত্মহত্যার চেষ্টা করেন তিনি তা এখনও পর্যন্ত অবশ্য জানা যায়নি ৷ তবে অনুমান, বেকারত্বের জ্বালা সইতে না পেরেই তাঁর আত্মহননের চেষ্টা।
পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে ৷ প্রত্যক্ষদর্শীর বয়ান অনুযায়ী, ভিআইপি গেট থেকে প্রায় ৫০ মিটার দূরে তিনি দাঁড়িয়েছিলেন। কর্তব্যরত পুলিশ কর্মীরা কিছু বোঝার আগেই হঠাৎ তিনি একটি প্লাস্টিকের বোতল বের করে গায়ে কেরোসিন ঢেলে নেন। তারপরেই ‘জয় মা কালী’ চিৎকার করতে করতে গায়ে আগুন দেন। দু’দিন ধরে তিনি নিখোঁজ ছিলেন। গোলাবাড়ি থানায় নিখোঁজ ডায়েরিও করেন বাপনের পরিবার। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁর অবস্থা সংকটজনক।
নবান্নের সামনে গায়ে আগুন
Recent Comments
অভিমান
on