ওয়েবডেস্ক, ৯ই ফেব্রুয়ারি:১৩,৫০০কোটি টাকার পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক জালিয়াতি মামলার অন্যতম অভিযুক্ত নীরব মোদীর দেখা মিললো লন্ডনে। চেঞ্জ করেছেন লুক।গাঢ় ভ্রু,মুখে কাঁচা পাকা দাড়ি,গায়ে উট পাখির চামড়ার জ্যাকেট পরে “নো কমেন্টস” বলে সাংবাদিকদের সব প্রশ্নের উত্তর এড়িয়ে গেলেন ভারত থেকে পালানো নীরব।নীরবের খোঁজে রেড কর্ণার নোটিশ জারি করেছে ইন্টারপোল।ভারত সরকার এই ব্যাঙ্ক প্রতারককে দেশে ফেরানোর চেষ্টা করছে।সম্প্রতি ভারত সরকার নিলাম করেছে তার একটি বাড়িও।এমতাবস্থায়, প্রশ্ন উঠছে সাংবাদিকরা যাকে দেখতে পাচ্ছে দেশীয় ও আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলি কেন তাকে দেখতে পাচ্ছেনা?জানা গেছে লন্ডনের সোহোয় নিজের নতুন হীরের ব্যাবসাও ফেঁদে বসেছেন নীরব।অপর দিকে একই প্রতারণা মামলায় জড়িত তার মামা মেহুল চোকসিও অ্যান্টিগার নাগরিকত্ব নিয়ে বহাল তবিয়তেই আছেন।আদৌ কি কোনদিন এদের দেশে ফেরাতে পারবে সরকার?কোনদিন সঠিক বিচার পাবেন কি প্রতারিতরা?প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।
Recent Comments
অভিমান
on