২০/২/১৯,ওয়েবডেস্কঃ কর্মীদের মহার্ঘভাতা বাড়ানোর সিদ্ধান্ত ঘোষনা করলো কেন্দ্র সরকার।ভোটের আগে ভাতা বৃদ্ধির খবর জানিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুন জেটলি জানান, কর্মীদের মহার্ঘভাতা ৯ শতাংশ থেকে বাড়িয়ে ১২শতাংশ করা হল।এরফলে কর্মচারি ও পেনশনভোগী সহ ১কোটি কেন্দ্রীয় সরকারি কর্মচারি উপকৃত হবেন।
Recent Comments
অভিমান
on