১৪/১/১৯,ওয়েবডেস্কঃ রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, তবে সৌজন্যতায় বিরোধী বলে কিছু হয় না। তাই জন্যেই হয়তো,কিছুদিন ধরে অসুস্থ থাকা দিল্লিতে চিকিৎসাধীন শিলিগুড়ি ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার কৃষ্ণচন্দ্র পাল কে দেখতে দিল্লি গিয়েছিলেন শিলিগুড়ির পুরসভার মেয়র অশোক ভট্টাচার্য। অশোক বাবুর সঙ্গে ছিলেন পূর্ত বিভাগের মেয়র পরিষদ সদস্য মুন্সি নুরুল ইসলাম এবং কাউন্সিলার দিলীপ সিং ।অসুস্থ কৃষ্ণবাবুর সাথে কথা বলেন সকলেই।খোঁজ নেন তাঁর চিকিৎসার বিষয়েও।
অশোকবাবু বলেন, আগের থেকে অনেকটাই সুস্থ আছেন কৃষ্ণবাবু । খুব দ্রুতই তিনি শিলিগুড়িতে ফিরবেন। চিকিৎসকদের তরফে খবর কৃষ্ণবাবুর শরীরে অস্ত্রোপচার হয়েছে। আরো বেশকিছুদিন তাকে চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকতে হবে।
এরআগে তৃনমূলের অনেক নেতাও কৃষ্ণবাবুর সাথে দিল্লিতে দেখা করে এসেছেন।