১১/২/১৯,ওয়েবডেস্ক,স্বপন পালঃ
শুনতে অবাক লাগলেও বাস্তবে তা সত্য ।আজ পূর্ব বর্ধমান জেলার ভাতারে চাঞ্চল্যকর এক ঘটনা ঘটে গেল । সকাল ৯ টা থেকে ১০ টা পর্যন্ত পথ অবরোধ করে দিলে মৌমাছিরা। স্থানীয় সূত্রে খবর, সকাল নটার সময় ভাতার – কামারপাড়া রাস্তার উপর চন্ডিপুর আশ্রমের কাছে একটি বটগাছে থাকা বিশাল মৌমাছির চাকে কোন দুষ্টু ব্যক্তি ঢিল ছুঁড়ে দেয় ।এরপর ওই চাক থেকে কয়েক হাজার মৌমাছি উড়তে শুরু করে। ঠিক সেই সময় আলিনগর থেকে তিন জন ছাত্র-ছাত্রী বাড়ি ফিরছিল টিউশন পড়ে এবং ২ জন ছাত্র বামুনারা হাই স্কুলে সরস্বতী পূজা অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিল । ঠিক সেই সময় পাঁচজনকে ঘিরে ফেলে মৌমাছির দল ।তারা প্রাণ বাঁচাতে পাশে জলাশয় ঝাঁপ দেয় । তারা ক্লাস ফাইভ ও সিক্সের ছাত্র ছাত্রী ছিল।তাদেরকে বাঁচাতে গেলে ২জন স্থানীয় বাসিন্দা তারাও মৌমাছির কামড়ে জখম হয়। এলাকার মানুষ ছুটে এসে ওই গুরুতর আহত ৬ জনকে ভাতার হসপিটালে ভর্তি করে। এরপর শুরু হয়ে যায় মৌমাছিদের পথ অবরোধ। কোন মানুষ ওই রাস্তা দিয়ে পারাপার করতে পারিনি প্রায় এক ঘন্টা ।ভাতার থানা থেকে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হয়। কয়েক ঘন্টা পর মৌমাছি স্থিতিশীল হলে, যান চলাচল স্বাভাবিক হয় ।সমগ্র ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় ভাতারের চন্ডিপুর গ্রামে।
পূর্ব বধমান জেলা ভাতার- কামারপাড়া রাস্তা অবরোধ করল মৌমাছি
Recent Comments
অভিমান
on