২৭/৩/১৯,ওয়েবডেস্কঃ১৪ই ফেব্রুয়ারি পুলওয়ামার লেথাপোরা গ্রামের কাছে সিআরপিএফ জওয়ান দের গাড়িতে হওয়া বিস্ফোরণ কেঁপে গিয়েছিল গোটা দেশ। অনেক পরিবার হারিয়েছিল তাদের আপনজনকে। কেউ হারিয়েছিল স্বামী তো কেউ বাবা, তো কেউ ছেলে। কালের নিয়মে অনেক স্মৃতি আজ ফিকে হয়েছে। এখন গোটা দেশ মেতে উঠেছে আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে। কিন্তু কি অবস্থায় রয়েছে এই পরিবারগুলো তার খবর কেউ রাখেনি। ঘটনা ঘটার পর দেশজুড়ে শুরু হয়েছিল দেশপ্রেম। জেগে উঠেছিল গোটা দেশবাসীর মনে সহমর্মিতা।সময়ের নিয়মে আজ সবেতেই ভাটা পড়েছে। কেন্দ্রীয় সরকারের অধিনস্ত সংস্থায় কর্মরত ছিলেন বাবুল সাঁতরা ও সুদীপ বিশ্বাস। বাবুল সাঁতরার ভাই কল্যাণ সাঁতরা বলেন, কোনো কিছুতেই যে আমাদের পরিবারের অভাব পূরণ করা সম্ভব নয়। তবুও বৌদি আর বাচ্চাটার ভবিষ্যতের জন্য চেষ্টা করছি সরকারি ক্ষতিপূরণ পাওয়ার। রাজ্য সরকারের টাকা পেয়ে গিয়েছি কিন্তু কেন্দ্র সরকার কোন খবর নেই। সুদীপ বিশ্বাস এর পরিবার ও কেন্দ্র সরকারের পক্ষ থেকে কোনো ক্ষতিপূরণ পাননি। কল্যাণ সাঁতরা ও সুলেখা বিশ্বাস দুজনেই বলেছেন যেহেতু লোকসভা ভোট তাই হয়তো সব ধামাচাপা পড়ে গিয়েছে। যে ভোটের জন্য ধামাচাপা পড়ে গিয়েছে সব সেই ভোটে নিজেদের দায়িত্ব পালন করতে অবশ্য পিছিয়ে থাকছে না শহীদ পরিবার। নিয়ম মেনে তারা যাবেন সাংবিধানিক কর্তব্য পালন করতে।
Recent Comments
অভিমান
on