১৮/১১/১৮,ওয়েবডেস্কঃ আবার উগ্রপন্থী হানায় প্রাণ গেল তিন জনের।দিন দুপুরে জনবহুল জায়গায় এই হামলায় আতঙ্কের সৃষ্টি হয়েছে জনমানসে। প্রত্যেক রবিবারের মতই আজও প্রার্থনা চলছিল অমৃতসরের রাজাসাঁসির নিরঙ্কারি ভবনে।আচমকাই বোমার আঘাতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিন জন। দুজন বাইক সওয়ারি বোমা ছোঁড়ার পর গুলিও চালায় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
সুত্রের খবর ,সরকারকে জঙ্গী হামলা হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছিল গোয়েন্দা দপ্তর।গোয়েন্দা সূত্রে কাশ্মীরের পাঁচ উগ্রপন্থীর রাজ্যে ঢোকার কথা বলা হয়ছিল।তবুও নিরাপত্তার ঘাটতি থেকে যাওয়াতেই এই আক্রমন হল বলে মনে করছেন সাধারন মানুষ।
পাঞ্জাবে উগ্রপন্থী হামলা,নিহত ৩
Recent Comments
অভিমান
on