২/১১/১৮,ওয়েবডেস্ক: সাধারণের পকেটে আবার টান। এই নিয়ে পরপর ৬ বার বাড়ল রান্নার গ্যাসের দাম। গতকাল থেকে ১৪.২ কেজি ভর্তুকিযুক্ত এল পি জি সিলিন্ডারের
দাম ২ টাকা ৯৪ পয়সা বাড়ল আর ভর্তুকিহীন সিলিন্ডারের দাম বাড়ল ৬০ টাকা। উল্লেখ্য, এখন প্রতি মাসের শুরুতেই নির্ধারিত হয় রান্নার গ্যাসের মূল্য। এর ফলে,
দিল্লিতে ভর্তুকিযুক্ত সিলিন্ডারের দাম হল ৫০৫টাকা ৩৪ পয়সা এবং কলকাতা, মুম্বই ও চেন্নাইয়ে যথাক্রমে ৫০৮ টাকা ৭০ পয়সা, ৫০৩ টাকা ১১ পয়সা ও ৪৯৩ টাকা ৮৭ পয়সা।
ভর্তুকিহীন গ্যাস সিলিন্ডারের দাম দিল্লি, কলকাতা, মুম্বই ও চেন্নাইয়ে হল যথাক্রমে ৯৩৯ টাকা, ৯৩৯ টাকা ৫০ পয়সা, ৯১২ টাকা ও ৯৫৮ টাকা।
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম
Recent Comments
অভিমান
on