ওয়েব ডেস্ক,৩০/০৮/২০১৮:বিহারের প্রাপ্তন মুখ্যমন্ত্রী ও রাষ্ট্রীয় জনতা জনতা দলের সভাপতি লালু প্রসাদ যাদব আজ রাঁচিতে সিবিআই এর আদালতে আত্মসমর্পণ করেন।বিহারের এই প্রাপ্তন মুখ্যমন্ত্রী দুর্নীতির অভিযোগে কারাদণ্ডে দন্ডিত হয়েছিলেন এবং বর্তমানে খারাপ স্বাস্থ্যের কারনে মে মাস থেকে অন্তর্বর্তীকালীন জামিনে আছেন।আদালতে সংবাদ সংস্থাকে তিনি বলেন,”আমি আদালতের নির্দেশ পালন করছি, আমি অসুখ হলেও আদালতে আত্মসমর্পণ করতে এসেছি।”
Recent Comments
অভিমান
on