মার্চ ১০, ২০১৯, ওয়েবডেস্ক : দেশের সব রাজনৈতিক দলকে নোটিশ দিয়ে নির্বাচন কমিশন জানালো যে ভোটের প্রচারে সেনাবাহিনীর জওয়ানদের ছবি ব্যবহার করা যাবে না। ওই নোটিশে আরো বলা হয়েছে যে যেহেতু সেনাবাহিনী একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান তাকে ভোটের কাজে ব্যবহার করার কোনো অধিকার নেই কোন রাজনৈতিক দলের । খুব
সম্প্রতি দেশের রাজধানীর বিভিন্ন জায়গায় ‘মোদী হ্যায় তো মুমকিন হ্যায়’ লেখা পোস্টারটি বিতর্কের ছড়ায়। পোস্টারটিতে দেখা যাচ্ছে যে নরেন্দ্র মোদী ও অমিত শাহের সাথে বায়ুসেনার পাইলট অভিনন্দন বর্তমানের ছবি এবং নিচে লেখা ‘মোদি হ্যায় তো মুমকিন হ্যায়’। ঐ পোস্টারটি নিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানান আপ-এর প্রাক্তন নেতা যোগেন্দ্র যাদব। ফলস্বরূপ নির্বাচন কমিশনের এই নোটিশ জারি করে।