এপ্রিল ২, ২০১৯, ওয়েবডেস্ক : লুঠ করার জন্য ওত পেতে থাকা একটি লুটেরাদের দল কে ধরল পুলিশ। অটোরিকশাবিহার করতে করতে অর্থাৎ একটি অটো রিকশা তে চড়ে তারা লুঠতরাজ সংগঠিত করত বলে জানা গিয়েছে । ঘটনাটি
গাজিয়াবাদের বিজয় নগর এলাকার। ৫ জনের লুটেরাদের এই দলটির সাথে পুলিশের গুলি বিনিময়ে একজন দুষ্কৃতী আহত হয়। অবৈধ আগ্নেয়াস্ত্র ও অটোরিকশাসহ গ্রেফতার করা হয় ওই পাঁচ দুষ্কৃতী কে।