৭/১/১৯,ওয়েবডেস্কঃড্রইভিং লাইসেন্সের জন্য বাধ্যতামূলক করা হচ্ছে আধার সংযুক্তি।কেন্দ্রীয় সরকার এমনই আইন আনতে চলেছে বলে জানলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ।আজ একটি বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে এসে এরকমই জানালেন তিনি।কেন্দ্রীয় মন্ত্রী বলেন,”খুব তাড়াতাড়িই নতুন এক আইন আনতে চলেছি আমরা।ড্রাইভিংলাইসেন্সের সঙ্গে আধার সংযুক্তি বাধ্যতামূলক হবে।অনেক সময় দুর্ঘটনা স্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত।পরে অন্য উপায়ে নকল ড্রাইভিং লাইসেন্স বানিয়ে নেয়।যার ফলে তাদের নরা মুসকিল হয়ে দাঁড়ায়।কিন্তু আধার সংযুক্তি থাকলে সেই সমস্যা হবে না।নাম পাল্টে যতই ভূয়ো লাইসেন্স বানাক আঙ্গুলের ছাপ,চোখের রেটিনা স্ক্যান দিয়ে কার্ড বানাতে গেলেই ধরা পরে যাবে।”
Recent Comments
অভিমান
on