কুলিকরোববার, কবিতা:
প্রতীক্ষা
বিনীতা সরকার
রাত্রির প্রতীক্ষা আরও দীর্ঘ হোক,প্রিয়
ভালোবাসার পারদ মেপে দেখা যাক!
আরও একটু
পদ্মার জল———
তোমার চোখের মতোই গভীর আর শীতল
আমি চেয়ে থাকি অবিরাম
তুমি চেয়ে থাকো ওদিকে
অন্তহীন!
ওদিকে বাতাস স্থির, নির্মেঘ
শান্ত দীঘির জল
চোখের কাজল
ঝলমল
তুমি ঘুম ভেঙ্গে যদি খুঁজে না পাও!
স্রোতের প্রতিকূলে আমি বসে আছি—–